ঢাকা, বুধবার ২৬ মার্চ ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকা সহ আটক ২
Reporter Name
বড়াইগ্রামে ৬ মাসের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা!

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকার বাড়িতে গিয়ে এক প্রেমিক আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রেমিকা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, জয়দা গ্রামের মৃত সানুর মিয়ার কন্যা শারমিন বেগমের (১৯) সাথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চানপুর গ্রামের আবদুল করিমের ছেলে ছিদ্দেক আলী (২০) নামের এক শ্রমিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামে বসবাস করে আসছিল। প্রেমের সম্পর্কের কারণে ১৫ এপ্রিল রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে গাছের সাথে গলায় রশি পেচিয়ে প্রেমিক ছিদ্দেক আলী আত্মহত্য করেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এতে আত্মহত্যার প্ররোচনা সন্দেহে প্রেমিকা শারমিন বেগম ও তার চাচা শাহিনুর রহমানকে আটক করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান জানান, প্রেমে মনোমালিন্যের কারণে এ ঘটনা ঘটতে পারে।

x