ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
Reporter Name
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ ফারুক খান (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত  মোঃ ফারুক খান শহরের চন্ডিবের এলাকার খান বাড়ির মোঃ সালাম খানের ছেলে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধিন আবস্থায় মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘঁটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে নিহতের সুরুতহাল রিপোর্ট তৈরি করেছেন।

প্রত্যক্ষদর্শী ফারুক খানের খালাত ভাই আরিফ জানায় , ফারুক খান তার ব্যবসায়ীক কাজ শেষ করে ভৈরব – আশুগঞ্জ সড়ক সেতু দিয়ে ভৈরবে আসেন। মন্দিরের নিকট পৌছলে ৩ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ফারুক খানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ফারুক খান মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আরিফের ডাক চিৎকারে মানুষ এগিয়ে এসে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর ফারুক খান মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিয়াসাত আজিম বলেন রাত ৯ টা ৫৩ মিনিটে ছিনতাইকারির ছুড়িকাঘাতে আহত হয়ে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে আসেন। চিকিৎসা চলাকালে মিনিট দশেকের মধ্যেই তিনি মারা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে  ধারালো অস্তের ৩টি আঘাত ছিল।

স্বজনরা জানান, আমরা ভৈরববাসী ছিনতাইকারীদের হাতে জিম্মি। এ সকল ছিনতাইকারীদের হাতে এ পর্যন্ত পুলিশ , শিক্ষানবিশ উকিল, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বেশ কয়েকজন মারা গেছেন। ছিনতাইকারীদের হাতে আর কত লোক মারা গেলে আমরা ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাব।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে সঙ্গিয় ফোর্স নিয়ে ঘঁটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যেই অভিযানে বেরিয়ে পড়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x