আর জে শান্ত, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে মোটরসাইকেল দুর্ঘটনায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তুহিন (১৪) নামের ওই ছাত্র গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফরাজগঞ্জ ইউনিয়নের আসলী এলাকায় হঠাৎ নিয়ন্তন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাক্তক ভাবে আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত তুহিন ট্রান্সপোর্ট ব্যবসায়ী কবিরের ছেলে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা শিকার করে জানান, শুক্রবার সকাল সাতটার দিকে তুহিন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়।