ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
গোলাকান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Reporter Name

রূপগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ পিচ ইয়াবাসহ মাদকসেবী ও ব্যবসায়ী বাবুল(৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মৃত আজিজুল মিয়ার ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাজিম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত বাবুল দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসাসহ মাদক সেবন করে আসছে। ওই এলাকার যুবসমাজের মাঝে সে বিভিন্ন ধরনের মাদক হাতের নাগালে পৌঁছে দিয়ে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ২০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাকে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

x