পেয়ার আহাম্মদ চৌধুরীঃ ফেনীর পরশুরামে লকডাউন বাস্তবায়নে মাঠে সক্রিয় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্ত ফেনীর পরশুরামে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এ সময় নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্ত মাক্স বিতরণ করেন। অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড প্রিয়াংকা দত্ত একাধিক পথচারী, অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করায়, সরকারের নির্দেশনা অমাণ্য করে দোকান খোলা রাখায় এবং গাড়ী নিয়ে বের করায় প্রাথমিক ভাবে সতর্ক করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড প্রিয়াংকা দত্ত জানান, করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে মাস্কের ব্যাবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
নির্বাহী কর্মকর্তা জানান, লকডাউনের সরকারি নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।