ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
জরুরি সেবা পেশাজীবিদের জন্য ‘মুভমেন্ট পাস’ লাগবে না
Reporter Name

জরুরি সেবা সংশ্লিষ্টদের কর্মস্থলে যেতে বা সেবা সংক্রান্ত কাজে বের হতে হলে মুভমেন্ট পাস লাগবে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

তবে এই জরুরি সেবার আওতাধীন কারা, লকডাউনের প্রথম দিন-এ নিয়ে পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটছে অনেকের।

এর জের ধরে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। এসব ব্যক্তিরা মুভমেন্ট পাস বাদেই শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা-

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. করোনাভাইরাস টিকা বা চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি বা স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন বা ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা বা গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী বা কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তা

১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাংক, কারখানা ও হাসপাতালসহ নানা জরুরি সেবা।

 

Leave a Reply

Your email address will not be published.

x