ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
উপকূলের দুঃস্থ পরিবারের পাশে বিদ্যানন্দ ও কোস্টগার্ড
Reporter Name

দক্ষিণাঞ্চলের উপকূলের দুঃস্থ একশ’ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ দুপুরে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশান পদ্মার উপকূলীয় দক্ষিণ মেদিনী মন্ডল ওয়ার্ড নং- ৮ এবং কান্দিপাড়া ওয়ার্ড নং- ৩ এলাকার প্রায় ১০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য (চাল, আটা, লবণ, ছোলা বুট ও বুটের ডাল) বিতরণ করা হয়।

আজ সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে দাড়িয়ে আসছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

x