আসাদুল্লাহ, নরসিংদী: উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদীর উদ্যোগে করা হয়েছে ইফতার বিতরনের আয়োজন।
রমজান মাসব্যাপী ইফতারের উদ্বোধনী দিন। নরসিংদী জেলা শাখার সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন। আজ বিকালে ইফতার বিতরন শুরু হয়, ইফতারের সময় পর্যন্ত চলতে থাকে।
মাদ্রাসার এতিম শিশু, শিবপুর ও রায়পুরা উপজেলার অনেক গুলো মসজিদের ইমাম মুয়াজ্জিন, অসহায় দরিদ্র, পথচারী সহ দেড় শতাধিক মানুষ এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়।
উৎসর্গ ফাউন্ডেশনের নরসিংদী জেলার সভাপতি সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের প্রতিটি দিন এমন আয়োজন অব্যহত থাকবে বলে জানিয়েছে।


566269 31715Oh my goodness! a fantastic post dude. Thanks Even so My business is experiencing problem with ur rss . Do not know why Struggling to join it. Is there anybody getting identical rss issue? Anyone who knows kindly respond. Thnkx 836130