আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি শক্তিশালী বিস্ফোরণে হয়েছে। শনিবারের বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক এ তথ্য প্রকাশ করেছে।
প্রথম বিস্ফোরণ পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচি জেলায় ঘটে। এতে একাধিক বেসামরিক আফগান আহত হন। দ্বিতীয় বিস্ফোরণ একই জেলায় হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একইদিন আফগানিস্তানের জালালাবাদ শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তালেবান কর্মকর্তাদের বহনকারী গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২০ জন। জালালাবাদ প্রশাসন জানিয়েছে, স্থলমাইনের আঘাতে দুই তালেবান কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। এর দায় স্বীকার করেনি কেউ। তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবার তাদের ওপর হামলা হলো।