ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
ইউকের ‘রেড লিস্ট’থেকে মুক্ত বাংলাদেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ভ্রমণের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৪টা এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী গ্রান্ট শেপস এই ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশকে রেড লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেগুলো হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া।

যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের আর ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না

যুক্তরাজ্যে বাংলাদেশি দূতবাসের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,  ঢাকায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দৃঢ় এবং কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

x