জাহিদ হাসান অন্তর দিনাজপুরঃ দিনাজপুরের ফুলবাড়িতে বিপুল পরিমান হেরোইন, নগদ টাকা, মোবাইল ফোন ও পিকআপ ভ্যানসহসাব্বির ও লিমন নামে ২ জন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তি করে ফুলবাড়ী উপজেলার পুর্ব নারায়নপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করে তাদের কে আটক করে।
তাদের কাছ থেকে ৩৩২ গ্রাম হেরোইন, নগদ টাকা, মোবাইল ফোন ও পিকআপ ভ্যান আটক করে।
আটককৃতরা হলো নীলফামারী জেলার ডোমার থানার পশ্চিম বোরাগাড়ী গ্রামের সাব্বির হোসেন ও লিমন ইসলাম।
র্যাব জানায়, গ্রেফতার কৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।