ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূতের বৈঠক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগানিস্তানের জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরা লিয়নের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে প্রকাশ, বৈঠকে তারা মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। জাতিসংঘের কর্মীরা কোনো বাধা ছাড়াই তাদের কাজ পরিচালনা করতে এবং আফগান জনগণকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারবে- এমনই বলেছেন হাক্কানি।

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী আবদুল গণি বারাদারকে একটি ভিডিও সাক্ষাৎকারে দেখা গেছে। এটি তালেবানের রাজনৈতিক অফিসের টুইটারে পোস্ট করা হয় বুধবার (১৫ সেপ্টেম্বর)। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ছড়িয়ে পড়ে, তালেবানের এক অভ্যন্তরীণ সংঘর্ষে আহত হয়েছেন বারাদার। ভিডিওতে তিনি সেই প্রসঙ্গে বলেন, ‘এটা সত্য নয়। আমি ঠিক আছি, সুস্থ আছি।’ বারাদার আরও বলেন, ‘মিডিয়া বলছে, অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এটা সত্য নয়, আমাদের মধ্যে কিছু নেই। চিন্তার কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published.

x