ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির ৪৮ কর্মকর্তাকে শোকজ, সাসপেন্ড ৫ 
জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধিঃ
পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ৫ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে আরও ৪৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় খনির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে। সাময়িক বরখাস্থ ৫ কর্মকর্তা হলেন- উপ-ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান নুর, সহকারী ব্যবস্থাপক মো. শিবলি জামান, সহকারী ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ এবং সহকারী ব্যবস্থাপক সুশান্ত কুমার।
নাম প্রকাশ না করার শর্তে খনির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা জানান, গত ১ সেপ্টেম্বর খনিতে প্রবেশ ও বাহির হওয়াকে কেন্দ্র করে খনির নিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বাকবিতাণ্ডা হয়। এ ঘটনার জেরে খনি কর্তৃপক্ষ ৫ কর্মকর্তাকে ১০ কর্মদিবসের জন্য সাসপেন্ড, ১০ কর্মকর্তার নামে বিভাগীয় মামলাসহ ৪৮ জনকে শোকজ করা হয়।
সাময়িক বরখাস্থ উপ-ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন জানান, খনির উৎপাদন ঠিকাদার হিসেবে পূর্বের ঠিকাদার এক্সএমসি-সিএমসিকে নিয়োগের প্রক্রিয়া চলছে। খনির উর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে চুক্তি সাক্ষরের দিকে এগিয়ে যাচ্ছে। বিষয়টি তারা জানতে পারায় এবং দূর্নীতি অড়াল করতেই ৫জনকে বরখাস্থসহ ৪৮ জনকে শোকজ করা হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) গোপাল চন্দ্র সাহার মোবাইলফোনে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত একাধিকবার কল দেওয়া হলেও তারা দু’জনের কেউ ফোন রিসিভ করেননি।

One response to “দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির ৪৮ কর্মকর্তাকে শোকজ, সাসপেন্ড ৫ ”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/pt-PT/register?ref=PORL8W0Z

Leave a Reply

Your email address will not be published.

x