ঢাকা, মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
এস কে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ৫ই অক্টোবর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ৫ই অক্টোবর।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেন।

২০১৯ সালের ১০ই জুলাই তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২০ সালের ১৩ই আগস্ট সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আলোচিত এ মামলার রাষ্ট্রপক্ষের ২১ সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দেন।

মঙ্গলবার যুক্তিতর্কের শুনানি শেষে ৫ই অক্টোবর রায়ে দিন ঠিক করেন বিচারক। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করলেও, আসামি পক্ষ্যের আইনজীবীদের দাবি, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই আসামিরা খালাস পাবে।

x