ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
আনসার সদস্যদের দ্বারা জাবি ছাত্রের উপর হামলা,রাস্তা অবরোধ
মোহাম্মদ ইয়াসিন,সাভার থেকে;

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে নিয়োজিত আনসার সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)’র প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছাত্র নিপীরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সহপাঠীরা।
এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের পাশে মানববন্ধন করে। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

জানা যায়, গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২ টার সময় সাভার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নূর হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গেলে সেখানে কর্মরত আনসার সদস্যদের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় নুর হোসেনকে কয়েকজন আনসার সদস্য ব্যাপক মারধর করেন।

পরে ৯৯৯ এ ফোন করলে নিকটস্থ থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে নিউরোসায়েন্স ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x