ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
আদালতের শুনানিতে হাজির অং সান সুচি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অসুস্থ্যতার কারণে আদালতে না যাওয়ার একদিন পর আদালতের শুনানিতে হাজির হয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি।

সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থ্যতার কারণে আদালতে উপস্থিত হতে পারছেননা বলে জানান সুচির আইনজীবী অসুস্থ্যতার কথা জানিয়ে আদালতের শুনানিতে হাজির হননি সুচি। তবে কিছুটা সুস্থ্য বোধ করায় মঙ্গলবার আদালতে হাজির হয়েছন বলে জানিয়েছেন সুচির আইনজীবী।

পহেলা ফেব্রয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে সুচীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে।

x