ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে খুলেছে স্কুল-কলেজ- মাদ্রাসা ফিরে পেয়েছে প্রাঙ্গণ
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

দেড় বছর পর ১২ সেপ্টেম্বর রবিবার খুলেছে স্কুল-কলেজ ও মাদ্রাসা । আবারও প্রাণ ফিরে পেয়েছে স্কুল কলেজ মাদ্রাসা প্রাঙ্গণ। সকাল থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুলে শুরু হয়েছে ক্লাস। দীর্ঘদিনের ক্লান্তি ভুলে স্কুল-কলেজে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় অভিভাবকদের মাঝে স্বস্তির ভাব লক্ষ্য করা গেছে।  বই-খাতা নিয়ে সকাল সকালই স্কুলে হাজির শিক্ষার্থীরা। অনেক দিন পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত তারা। সরকারের নির্দেশনা পালন করে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করানো হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মানার সব নিয়ম মানছেন তারা। ১২ সেপ্টেম্বর রবিবার ক্লাস হবে কেবল ৫ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। আর বাকিদের জন্য স্কুলগুলো তৈরি করেছে আলাদা আলাদা রুটিন। স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। মাস্ক পরা ও হাত ধোয়া নিশ্চিতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা। কোনো কোনো স্কুলে শারীরিক দুরত্ব নিশ্চিতে করিডোরে বৃত্ত চিহ্নিত করা হয়েছে। সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেনদ্রনার্থ ঝাঁ  জানালেন, স্কুলে থাকায় অবস্থায় কেউ অসুস্থ হলে তাদের জন্য হয়েছে আইসোলেশন সেন্টারের ব্যবস্থাও রাখা হয়েছে তাদের স্কুলটিতে। স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। ফটকে স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষকদেরও অবস্থান করতে দেখা গেছে। বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি-না, তা পরিদর্শন করতে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আন্জুমান আরা বর্ণা , বেশ কয়েটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন । ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলা – বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও সদর, প্রতিটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন নিজ নিজ উপজেলা কর্মকর্তাগন ।

Leave a Reply

Your email address will not be published.

x