ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
ফরিদুল সরকার,রংপুরঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় যুমনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে যুমনেশ্বরী নদী। কয়েক দিন যাবত নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান চালান।বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত হাফিজুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “একটি চক্র যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
x