ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন
বিএনপির ওপর ‘কঠোর’ই থাকবে আ.লীগ
পার্থ শঙ্কর সাহা, ঢাকা

বিরোধী দলের ওপর চড়াও আচরণ আফগানিস্তানে তালেবানের দখলের প্রায় পরপরই শুরু হয়েছে। কাবুল দখলের পরপরই এ দেশে উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে একধরনের উল্লাস ও উত্তেজনা সৃষ্টি হয়। এর বহিঃপ্রকাশ বিশেষত দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাসক দলের অনেক নেতাই মনে করে করেন, এ দেশের কিছু দল ও সংগঠন বিশ্বের কোথাও কিছু ঘটলে উল্লাস দেখায়। বিএনপিও এদের পেছন থেকে মদদ দেয়।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, সরকার ভয় থেকে বিএনপিকে দমনের ইস্যু খোঁজে। সব সময় পতনের ভয়ে ভীত থাকায় বিএনপিকে দাঁড়াতে দিতে চায় না। বিএনপি উগ্রবাদিতাকে প্রশ্রয় দেয় না। তিনি বলেন, একের পর এক গুম-খুন হয়েছেন বিএনপির নেতারা। মামলা রয়েছে লাখ লাখ নেতার বিরুদ্ধে। এখন একটি ইস্যু সামনে এনে আরও নেতার বিরুদ্ধে মামলা, হামলা ও নির্যাতনের পথে হাঁটছে সরকার।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি নিজের শক্তিতে চলে। সেটা গণতান্ত্রিক পন্থা। বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যেই আন্দোলন করছে।

শাসক দলের দুজন দায়িত্বশীল নেতার মত হচ্ছে, এসব গোষ্ঠীর কাছে বিএনপি মুরব্বি সমতুল্য দল। এ দলের শক্তি সঞ্চয়ের অর্থ হলো, এসব উগ্রবাদিতার পালে হাওয়া লাগা। সে হাওয়া লাগতে দিতে চায় না শাসক দল। পাশাপাশি শাসক দল শক্ত অবস্থান নিয়ে পশ্চিমাদেরও এ বার্তা দিতে চায় যে তারা এসব উগ্রপন্থার বিপক্ষে। উপমহাদেশের একটি দেশের উগ্রপন্থার ক্ষমতা দখলের যেন আর বিস্তার না ঘটে, সে জন্য তারা সজাগ আছে; এমন বার্তা ও অবস্থান আখেরে আওয়ামী লীগকে লাভবান করবে বলেই মনে করছেন তাঁরা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন আসছে, পাশাপাশি তালেবানের উত্থানে দেশের অনেক দলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা আমরা লক্ষ করছি। দেশের বাইরে কিছু ঘটলে বিএনপি এভাবে আগেও উত্তেজিত হয়েছে। বিএনপির এসব তৎপরতায় সরকার সতর্ক অবস্থায় থাকবে, সেটাই তো স্বাভাবিক।’

তবে এ–ও ঠিক, আফগানিস্তানে তালেবানের দখলের পর বিএনপি প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। কোনো নেতাও এ নিয়ে কিছু বলেননি। কিন্তু আওয়ামী লীগের সমর্থক নন, এমন অনেকে এ নিয়ে সরব হয়েছেন।

তাঁদের মধ্যে একজন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তালেবানদের বাংলাদেশের স্বীকৃতি দেওয়া উচিত। আজকে যদি তাদের স্বীকৃতি না দেয়, তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে যাবে। উদারপন্থী ইসলামিক রাষ্ট্র না হয়ে তারা কঠোর ধর্মান্ধ রাষ্ট্র হবে।

গত ১৭ আগস্ট ঢাকায় এক অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা যদি তাদের স্বীকৃতি দিই, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তাদের আমরা প্রভাবিত করতে পারব। একটা উদার ইসলামিক রাষ্ট্র হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া আফগানদের দেখিয়ে তিনি লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

এ ঘটনার পর ছাত্রলীগের সমর্থকেরা সায়েন্স এনেক্স ভবনে গিয়ে আসিফ নজরুলের তালাবদ্ধ কক্ষে আরও তিনটি তালা লাগিয়ে দেন।

অবশ্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দেবে না বাংলাদেশ। আরও পর্যবেক্ষণ ও নীতি দেখে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে।

তা ছাড়া দীর্ঘ বিরতির পর ২২ আগস্ট একই মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক মঞ্চে বসেন। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে দুই দলের শীর্ষ নেতাদের অনেক দিন পর একই মঞ্চে দেখা যায়। সভায় সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

এ ঘটনার পর ৬ সেপ্টেম্বর মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলটির আরও ৯ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জামায়াত নেতারা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সাংসদ হামিদুর রহমান, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, ছাত্রশিবিরের সাবেক দুই কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন ও ইয়াসিন আরাফাত।

পুলিশ বলছে, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তাঁরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। এ জন্যই এ গ্রেপ্তার। চলতি বছরের ২০ জানুয়ারি এবং গত বছরের ফেব্রুয়ারি মাসে দুটি অনুষ্ঠানে দুই দলের নেতাদের একসঙ্গে দেখা যায়। তারপর দুই মহাসচিব একই অনুষ্ঠানে আসার পরই জামায়াতের মহাসচিবের গ্রেপ্তারের ঘটনা ঘটল।

জামায়াতে ইসলামী ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির সঙ্গে সরকারে ছিল। যুদ্ধাপরাধের বিচারে বেশ কয়েকজন জামায়াত নেতা দণ্ডিত হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে একান্ত সঙ্গী জামায়াতকে নিয়ে বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। সম্পর্কে দৃশ্যত ছেদ পড়ে।

শাসক দলের একাধিক নেতা মনে করেন, তালেবানি হাওয়া উগ্রবাদী গোষ্ঠীকে উদ্দীপ্ত করেছে। এখন বিএনপির শক্তি সঞ্চয় এসব গোষ্ঠীকে আরও পুষ্ট করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলছিলেন, বিএনপি যত সংগঠিত হবে, এসব শক্তির তত উত্থান হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদারের পিএইচডির বিষয়বস্তু ছিল আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা। এই অধ্যাপক মনে করেন, তালেবানের উত্থানে এ দেশে তাদের আদর্শের গোষ্ঠীগুলোর মধ্যে আনন্দ ও উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক পর্যায়ে কিছু নড়াচড়া দেখা যেতে পারে। সমাজে একধরনের উগ্রবাদের প্রতি ঝোঁক বা আগ্রহ বাড়তে পারে। কিন্তু এর ফলে বাংলাদেশ শুধু নয়, পাকিস্তান বা উপমহাদেশের অন্যত্র রাজনীতির ভূদৃশ্য পাল্টে যাবে, এমন হবে না।

তারপরও হঠাৎ কঠোর হয়ে আওয়ামী লীগ কোন বার্তা দিচ্ছে, তা নিয়ে নিশ্চিত নন অধ্যাপক শান্তনু। তিনি বললেন, ‘ধারণা করতে পারি, আওয়ামী লীগ হয়তো আগ বাড়িয়ে কিছু ব্যাট করছে। তারা একটি বার্তা হয়তো পাঠাতে চায় যে তোমরা এ নিয়ে উত্তেজিত হয়ো না।’ তবে সরকার এ নিয়ে ভীত বলেও মনে করেন না তিনি। তাঁর কথা, এমন না হলে তারা ব্যাপক ধরপাকড়ে যেত। সরকারের কোনো হাইপার অ্যাকটিভ (অতি উৎসাহী) অংশ এ কাজ করে থাকতে পারে।

হেফাজতসহ একাধিক ইসলামপন্থী দলের সঙ্গে নানা পর্যায়ে শাসক দল আওয়ামী লীগের সম্পর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এসব সম্পর্ক দীর্ঘস্থায়ী বা এক হয়ে মাঠের লড়াইয়ের রূপ নেয়নি। বঙ্গবন্ধুর স্মৃতিস্মম্ভ স্থাপন নিয়ে কিছু ইসলামপন্থী দলে তীব্র বিরোধিতা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে এসব দলের উগ্রবাদী আচরণ সরকারকে বেকায়দায় ফেলে। এরপর সোনারগাঁয়ের রিসোর্ট–কাণ্ডের পর হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন আরও নেতা। কঠোর হয় সরকার। এবার তালেবানের উত্থানের পর আবারও কঠোরতায় আন্তর্জাতিক মহলকে শাসক দলের উগ্রবাদ প্রশ্নে তাদের শক্ত অবস্থান জানান দিতে চায়?
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, সরকার কঠোর হচ্ছে, ব্যাপারটা তা নয়। বিএনপি তাদের নানা কর্মসূচির নামে অরাজকতা করে। যেকোনো সরকারই এসবের বিরুদ্ধে কঠোর হবে, দায়িত্ব পালন করবে।
শাম্মী আহমেদ বলেন, আফগানিস্তানে তলেবানের উত্থানে এ দেশে নানা শক্তির উৎফুল্লতা আছে। তারা এই স্বপ্ন দেখতেই পারে। কিন্তু এ দেশের অসাম্প্রদায়িক মানুষ তালেবানি কাণ্ড এ দেশে হতে দেবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, দেশের বিভিন্ন ইসলামপন্থী দলের সঙ্গে তালেবানের সম্পর্ক আছে। এসব গোষ্ঠীর মধ্যে তালেবান ক্ষমতায় আসার পর একধরনের আনন্দ চোখে পড়েছে। রাজনৈতিক কারণে এবং করোনার কারণেও এসব নিয়ে উচ্চবাচ্য খুব বেশি দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেই এ উল্লাস সীমাবদ্ধ থেকেছে। কিন্তু অনেকের মুখে এমন কথা আকারে–ইঙ্গিতে বলার চেষ্টা করছে, এবারের তালেবানরা একটু ‘মডারেট’ শক্তি। ঠিক আগের মতো নয়।

দেলোয়ার বলেন, মতাদর্শিক দিক থেকে এ দেশের কোনো কোনো গোষ্ঠী তালেবানের প্রতি টান অনুভব করে আবার এখান থেকে এসব গোষ্ঠী রাজনৈতিক ফায়দাও নিতে চায়। সরকারের কাছে দুই দিক থেকেই সতর্কতার ব্যাপার আছে। এই শক্তি যেভাবে ক্ষমতায় এসেছে, সেই শক্তির সঙ্গে বাংলাদেশি গোষ্ঠীর সম্পর্ক ঝুঁকিপূর্ণ। সেটা এখন আওয়ামী বা যে–ই ক্ষমতায় থাকুক, সবার জন্যই এটি সত্য। উগ্রবাদিতার বিরুদ্ধে আওয়ামী লীগের মতাদর্শিক বিরোধিতা আছে। তাই এসব বিষয়ে তারা বেশি সচেতন।

40 responses to “বিএনপির ওপর ‘কঠোর’ই থাকবে আ.লীগ”

  1. Unquestionably believe that that you stated. Your favorite justification appeared to be at the net the simplest factor to remember
    of. I say to you, I certainly get annoyed even as folks consider concerns that they just do not realize about.

    You controlled to hit the nail upon the highest as well as outlined out the
    whole thing without having side-effects , other people could take a signal.
    Will probably be back to get more. Thank you

  2. Jkeyvu says:

    buy generic lasuna – lasuna cost himcolin pills

  3. Aegppm says:

    besivance sale – carbocysteine cost cheap sildamax generic

  4. Avbloz says:

    gabapentin tablets – buy azulfidine online cheap order sulfasalazine 500 mg generic

  5. Ejtnij says:

    order celecoxib 200mg pills – order indomethacin 75mg capsule indocin 50mg usa

  6. Gqysak says:

    buy generic colospa 135 mg – cost colospa 135mg buy cilostazol for sale

  7. Gbyyun says:

    order voltaren online cheap – buy aspirin 75mg order aspirin 75 mg online

  8. Jvmsnq says:

    buy cheap generic rumalaya – how to buy shallaki elavil 10mg over the counter

  9. Ogyvma says:

    pyridostigmine canada – buy cheap imitrex buy imuran generic

  10. Yuytpf says:

    buy voveran pills – cheap generic diclofenac buy nimotop online

  11. Fqlifo says:

    buy baclofen 10mg without prescription – cheap piroxicam 20mg buy piroxicam paypal

  12. Dqkgst says:

    buy meloxicam generic – buy generic meloxicam toradol sale

  13. Rofdiz says:

    purchase cyproheptadine online – buy periactin 4 mg order tizanidine online cheap

  14. Bkfrlv says:

    buy artane without prescription – purchase artane generic order voltaren gel online cheap

  15. Dbozxe says:

    omnicef 300 mg usa – cleocin online order

  16. Ndqlkb says:

    isotretinoin without prescription – accutane 40mg over the counter deltasone 40mg for sale

  17. Fbovri says:

    deltasone 5mg without prescription – oral permethrin buy permethrin cream

  18. Vcekat says:

    permethrin us – brand tretinoin cream oral tretinoin

  19. Zoypbi says:

    betamethasone 20 gm brand – buy betnovate online benoquin for sale

  20. I’m impressed, I need to say. Really hardly ever do I encounter a weblog that’s both educative and entertaining, and let me let you know, you’ve hit the nail on the head. Your thought is excellent; the difficulty is one thing that not enough persons are talking intelligently about. I’m very joyful that I stumbled across this in my search for something regarding this.

  21. Atcmrn says:

    buy cheap generic flagyl – purchase flagyl generic order cenforce without prescription

  22. Ecnvvp says:

    augmentin 625mg pill – order synthroid pill purchase levothyroxine generic

  23. Osmxfn says:

    buy cleocin 150mg online cheap – buy clindamycin paypal buy indomethacin online cheap

  24. Wxwxwm says:

    buy hyzaar cheap – losartan 25mg canada buy keflex 500mg for sale

  25. Bprcep says:

    order eurax online – order aczone aczone order online

  26. Ebrezy says:

    order modafinil online cheap – meloset drug order meloset 3mg generic

  27. Dzirrh says:

    buy zyban 150 mg for sale – order ayurslim for sale shuddha guggulu generic

  28. Zkmfgp says:

    buy generic capecitabine 500mg – order mefenamic acid without prescription buy generic danazol online

  29. Iawsln says:

    order prometrium without prescription – ponstel cheap purchase fertomid pill

  30. Obihgz says:

    alendronate 35mg cheap – buy fosamax 35mg sale order medroxyprogesterone pills

  31. Vfbegv says:

    purchase aygestin generic – lumigan where to buy cheap yasmin

  32. Wixfiv says:

    order dostinex 0.25mg online – cabgolin pills purchase alesse pill

  33. Flwqle says:

    estradiol 2mg uk – arimidex usa order anastrozole 1mg online

  34. Sndesu says:

    バイアグラ жµ·е¤–йЂљиІ© – г‚·г‚ўгѓЄг‚№ и–¬е±ЂгЃ§иІ·гЃ€г‚‹ シアリスジェネリック йЂљиІ©

  35. Oacnfa says:

    プレドニンジェネリック йЂљиІ© – プレドニンジェネリック йЂљиІ© г‚ёг‚№гѓ­гѓћгѓѓг‚Ї жµ·е¤–йЂљиІ©

  36. Cpnope says:

    гѓ—гѓ¬гѓ‰гѓ‹гѓігЃ®йЈІгЃїж–№гЃЁеЉ№жћњ – イソトレチノイン еЂ¤ж®µ アキュテイン通販 安全

  37. Ctbiet says:

    eriacta knowledge – eriacta quick forzest likewise

  38. Tsqnxq says:

    indinavir for sale – order fincar generic how to order diclofenac gel

  39. Wjlcfk says:

    buy cheap generic provigil – generic duricef how to get lamivudine without a prescription

Leave a Reply

Your email address will not be published.