ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
বনে খাদ্য সংকটে লোকালয় ছুটছে প্রাণী, লাউছড়ায় অবমুক্ত একটি অজগর
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে বড় আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার রাতে শ্রীমঙ্গলের মাঝেরগাঁও থেকে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগরটি উদ্ধার করেন। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যদের নিয়ে অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, রাত ১০টার দিকে ফোনে জানতে পারেন শ্রীমঙ্গলের মাঝেরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি অজগর পড়ে আছে। সেটি মাঝেমধ্যে নড়াচড়া করছে। তিনি গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অজগরটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। অজগরটির ওজন ১৬কেজি লম্বায় ১২ ফুট। তিনি আরো বলেন, বন জঙ্গলে খাদ্য সংকট দেখা দেওয়ায় এসব বন্যপ্রাণী লোকালয়ে বেরিয়ে আসছে।

 

 

Leave a Reply

Your email address will not be published.

x