ঈদগাঁওতে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে শিক্ষার্থীদের আয়োজনে সহপাঠি মো: সাকিব ও তার পরিবারের বিরুদ্বে হয়রানীমুলক মিথ্যা মাম লার প্রতিবাদে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ সেপ্টম্বর সকাল ১১ টায় ঈদগাঁও বাজারস্থ হাইস্কুল গেইট সংলগ্ন স্থানে এই মানব বন্ধন শুরু হয়। এতে বিভিন্ন স্কুলের সাকিবের সহপাঠিরা মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধন চলাকালে ডিসি সড়কের দুইপাশে যানবাহনে আটকা পড়ে কিছুক্ষন।
তারা মানববন্ধনে অবিলম্বে সহপাঠি সাকিবসহ তার পরিবারের বিরুদ্বে দায়েরকৃত হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
উল্লেখ্য যে,সাকিবের পরিবার মিথ্যা মামলা আর হুমকিতে জর্জরিত হয়ে পড়ে। বর্তমানে নিরাপত্তা হীনতায় রয়েছে। দীর্ঘকাল আত্বগোপনে আছেন আসামীরা। পরিবার কর্তাদেরকে হুমকির ফলে দিশেহারা হয়ে পড়েন আসামীরা। ২৪শে আগস্ট ঈদগাঁও থানার সাকিবসহ চার জনকে আসামী একটি মামলা দায়ের করা হয়। ঐ মিথ্যা মামলা আসামীরা অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছেন।
… [Trackback]
[…] Read More to that Topic: doinikdak.com/news/56329 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/56329 […]
… [Trackback]
[…] Here you can find 17290 more Information to that Topic: doinikdak.com/news/56329 […]