সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ৮ আসামিকে গ্রেফতার
করা হয়েছে। (১০ সেপ্টেম্বর) শুক্রবার ভোর রাতে গোয়াইনঘাট থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করেন।তারা হলেন, গোয়াইনঘাট উপজেলার মৃত হাসমত আলীর ছেলে মোঃ তাহের মিয়া, দেলোয়ার মিয়ার ছেলে ফরহাদ হোসেন,মৃত আঃ আহাদের ছেলে মোঃ শিব্বির, মৃত হাসমত, ছেলে মোঃ জাহের মিয়া, জমির আলীর ছেলে আরব আলী,।এছাড়াও ওইদিন এস আই আব্দুল আহাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোয়াইনঘাট থানার মামলা নং ০৬(৯)২১ এর এজাহার নামীয় ০৩ জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদেরকে আজ সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের সাড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জন আাসামী গ্রেফতার করা হয়েছে। আজ তাদের কোর্টে প্ররণ করা হয়েছে।