র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর রাত ৮টায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাকিল (২৮)কে গ্রেফতার করে।
দিনাজপুর কোতয়ালী থানা শহরের রামনগর জামাইপাড়ায় বসবাস করে শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা সিকার করেছে আসামী ।
আসামী শাকিল এর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।