ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
মেহবুবা মুফতি আবারও ‘গৃহবন্দি’
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতিকে আবারও গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে।

এক টুইটে মেহবুবা দাবি করেন, প্রশাসন বলছে— কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে দূরে।

তিনি আফগান ইস্যু নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্বেগের তীব্র সমালোচনা করেন।

টুইটে মেহবুবা মুফতি লেখেন— ভারতের সরকার আফগানদের অধিকারের জন্য তার উদ্বেগের কথা জানিয়েছে; কিন্তু কাশ্মীরিদের ক্ষেত্রে এটি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে। আমাকে আজ গৃহবন্দি করা হয়েছে। কারণ প্রশাসনের মতে, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক থেকে অনেক দূরে।

জম্মু ও কাশ্মীরের পুলিশ জানায়, অধিকাংশ বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বর্তমানে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাশ্মীরের নেতা সৈয়দ আলী শাহ গিলানির মৃত্যুর পর থেকে উপত্যকার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপত্যকায় নানা বিধিনিষেধ আরোপ করে সরকার।

Leave a Reply

Your email address will not be published.

x