ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন
বরইতলীতে ২শ লিটার চোলাই মদ উদ্ধার
"আশিকুজ্জামান খান"
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বরইতলীতে অভিযান চালিয়ে প্রায় দুই শত লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
গত ৬ সেপ্টম্বার (সোমবার) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম  ইউনিয়নের বরইতলী গ্রামের শর্মী বড়ুয়ার বসত বাড়ী থেকে হাতেনাতে ২শত লিটার চোলাই মদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী এক নারী ও পুরুষকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, ঘুমধুম ৯নং ওয়ার্ডের রেজু বরইতলী গ্রামের সজল বড়ুয়ার স্ত্রী শর্মী বড়ুয়া (৩১)।
অপর জন হলেন একি গ্রামের মমপুচিং তংচংগ্যার পুত্র পু মঙ্গল তংচংগ্যা(৩৩)।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টির তথ্য নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
থানা সূত্রে জানান, গত সোমবরা রাত সাড়ে ১২টা ঘুমধুমের রেজুর বরইতলী এলাকার শর্মী বড়ুয়ার বসত বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০০লিটার পাহাড়ী চোলাই মদ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এবং এসআই অরুন কুমার চাকমা ও রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
 এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদোরকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x