দেশে ৫ম দিনে আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন। যা গতকালের চেয়ে ৭১ হাজার বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে নিয়েছেন ২৯ হাজার ৫৬০ জন।
এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জন। প্রথম ও দ্বিতীয় মিলে টিকা দেয়া হয়েছে ৬৪ লাখ ৯ হাজার ৪৮৮ ডোজ।
অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৫৪তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩ হাজার ৭১৪ জন।
এ পর্যন্ত দেশে মোট প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ১৯ হাজার ৯৯ জন এবং নারী ২১ লাখ ৫৭ হাজার ২১৪ জন।