ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
ফরিদপুরে পুলিশের পৃথক অভিযানে ডাকাতদলসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃরিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুরে পুলিশের পৃথক দু’টি অভিযানে ডাকাতদল সহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৬ জন ডাকাত এবং দুটি গাঁজা গাছ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। (৬ সেপ্টেম্বর) সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সর মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও তদন্ত) মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার  (ডিএসবি) মো: তরিকুল ইসলাম, মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর প্রমূখ। এসময় ফরিদপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে জানা যায়, গত ৫ ই সেপ্টেম্বর রাত ১.২০ মিনিটের সময় নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী গ্রামের ৭নং মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় পুলিশের একটি চৌকষ দল  ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘবদ্ধ ডাকাত দলকে ঘিরে ফেললে তারা পালানোর চেষ্টা করে। পরে নগরকান্দা থানা পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় উপজেলার গোরাইল গ্রামের এনায়েত কাজীর পুত্র সুমন কাজী ওরফে পাপ্পু(২৫), সালথা উপজেলার পুরুরা সাধুপাড়া গ্রামের চুন্নু মাতুব্বর এর পুত্র সোহেল মাতুব্বর(২৫), ইউসুফদিয়া গ্রামের ধলা মিয়া মাতুব্বর এর পুত্র লতিফ মাতুব্বর(৩৮), পুরুরা সাধুপাড়া গ্রামের ফারুক মোল্যার পুত্র রবিন মোল্যা(২০), লিয়াকত আলী খান এর পুত্র রহিম খান(২০), কোতয়ালী থানার আলীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নজিমদ্দিন মোল্যার পুত্র নুর ইসলাম মোল্যা(৫৫), কে ঘটনাস্থল হতে আটক করে। এ সময় ডাকাতদলের নিকট থাকা একটি ইজি বাইক, ৩ টি চাইনিজ চাপাতি, ১টি লোহার দেশীয় ছোড়া, ১টি দুমোখি লোহার ছোড়া, ১টি দা,  ১ টি টিপ চাকু, ২টি প্লাস, ১ টি সেলাই রেঞ্জ, বেশ কয়েকটি ব্র্যান্ডের মোবাইল ফোনসহ ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ। পরে উল্লেখিত ডাকাতদলের বিরুদ্ধে নগরকান্দা থানার মামলা নং-০৩ তাং-০৫/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এবং ২। নগরকান্দা থানার মামলা নং-০৪ তাং-০৫/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন; ১৯(ভ) রুজু করা হয়। এ ছাড়া গত ৫ই সেপ্টেম্বর বিকালে নগরকান্দা থানা পুলিশের অপর অভিযানে নগরকান্দা পৌরসভা মধ্যপাড়ার মৃত শেখ আঃ রাজ্জাক শেখ রিপন(৪০) কে  ২টি তাজা গাঁজা গাছ (মূল, কান্ড, পাতাসহ) আটক করা হয়েছে। পুলিশ জানায় আটককৃত ব্যাক্তির বসত বসত ঘরের পূব পার্শ্বে পাটখড়ির মাচার পাশ হতে ৩ কেজি ৪৬০ গ্রাম ওজনের ১১ ফুট ০৬ ইঞ্চি, এবং ১০ ফুট ০৬ ইঞ্চি লম্বা গাঁজা গাছসহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নগরকান্দা থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫/০৯/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৮(ক) রুজু করা হয়েছে। এ ছাড়া পুর্বেও তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে একাধীক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x