ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
কটিয়াদীতে কোভিড-১৯(দ্বিতীয় ডোজ) টিকাদান বাস্তবায়নে অবহিতকরণ সভা
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কটিয়াদী উপজেলায় সকল ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ (দ্বিতীয় ডোজ) টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৭ সেপ্টেম্বর থেকে আবার শুর হচ্ছে দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মুশতাকুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন,অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা এসএম শাহাদত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।সভায় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কোভিড-১৯ (দ্বিতীয় ডোজ) টিকাদান গ্রহণে যারা প্রথম ডোজ টিকাগ্রহন করেছেন কেবল তারাই নিজ নিজ কেন্দ্রে টিকা নিতে পারবেন।টিকা গ্রহণের সময় টিকা কার্ড / আইডি কার্ড ফটোকপি /রেজিঃকার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published.

x