ঢাকা, শনিবার ০১ এপ্রিল ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন
নগরকান্দায় পৃথক অভিযানে ডাকাত দলের ছয় সদস্য ও গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্য ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক, ৩ টি চাপাতি, ৩টি চাকু, ১টি দা, ২টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ৬ টি মোবাইল সেট সহ নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে পৃথক অভিযানে ২ টি গাঁজার গাছ সহ রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অভিযানটি ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম) এর দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব এর সার্বিক সহায়তায়, এস আই মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ সেপ্টেম্বর রাত ২ টায় উপজেলার কৃষ্ণার ডাংগী এলাকা থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, সুমন কাজী ওরফে পাপ্পু (২৫), সোহেল মাতুব্বর(২৫), লতিফ মাতুব্বর(৩৮), রবিন মোল্যা(২০), রহিম খান(২০), নুর ইসলাম মোল্যা(৫৫)।

অপরদিকে এস আই আব্দুল্লাহ আজিজের নেতৃত্বে রবিবার ৫ সেপ্টেম্বরন বিকাল ৫ টায় উপজেলার নগরকান্দা পৌরসভার মধ্যপাড়া থেকে ২ টি গাঁজার গাছ সহ রিপন শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x