ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
আশুলিয়ায় স্বর্নের দোকানে গন ডাকাতি
মোহাম্মদ ইয়াসিন,সাভার থেকে;

ঢাকার উপকন্ঠ সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে গন ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে ডাকাত দল।সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে জানাযায়,রাত আনুমানিক ২টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকায় প্রায় শতাধিক ডাকাত আগ্নেয়াস্ত্র, পিস্তল,বন্দুক ও দেশীয় অস্র নিয়ে বাজারে প্রবেশ করে।কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল বাজারে নিয়োজিত সিকিউরিটি গার্ড ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করতে থাকে এবং ভয় ভীতি দেখায়।

এ সময় ডাকাতরা একে একে ১৯টি দোকানে লুট করে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নৌকা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, বংশী নদীর তীরে আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৌপথে এসে ওই বাজারে ডাকাতি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

x