ঢাকা, শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
নৌকায় এসে এক রাতে ১৯ স্বর্ণের দোকান লুট!
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ার বংশী নদীর তীরবর্তী এলাকায় ডাকাতদল এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (০৬ সেপ্টম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ ও উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গভীর রাতে একদল ডাকাত বংশী নদীতে নৌকায় নয়ারহাট এলাকায় আসে। এরপর তারা নদী তীরবর্তী এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় তারা দোকানদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

x