ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
তাপমাত্রা ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি, থাকতে পারে আরও ২ দিন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশই প্রায় বৃষ্টিহীন। এ অবস্থায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দুয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গরমের অস্বস্তি আরও তিনদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, আগামী ৬/৭ সেপ্টেম্বরের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এরপর হয়তো বৃষ্টি বাড়তে পারে। আপাতত বৃষ্টি বাড়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলেই মৃদু তাপপ্রবাহ বলা হয়। কিন্ত সেটা একটি অঞ্চল জুড়ে হতে হয়। বিচ্ছিন্নভাবে কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়ালেই সেটাকে তাপপ্রবাহ বলা যায় না।’

তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। আরও কয়েকদিন পর মৌসুমি বায়ু আবার সক্রিয় হতে পারে।’

এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বলেও জানান এই আবহাওয়াবিদ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ এবং তাড়াশে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে ছিল প্রায় বৃষ্টিহীন।

এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৮৭ মিলিমিটার। ঢাকায় ২, সিলেটে সামান্য, বগুড়ায় ৯, ডিমলায় ২, মোংলায় ১ ও খেপুপাড়ায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

8 responses to “তাপমাত্রা ছাড়িয়েছে ৩৬ ডিগ্রি, থাকতে পারে আরও ২ দিন”

  1. Greetings! Very helpful advice in this particular article!
    It is the little changes that will make the most important changes.
    Thanks for sharing!

  2. Heya i am for the primary time here. I came across this board and I in finding It really
    helpful & it helped me out a lot. I am hoping to provide something
    back and aid others such as you aided me.

  3. My family members all the time say that I am killing my time here at net,
    however I know I am getting familiarity daily by reading thes fastidious posts.

  4. Hi there, I believe your blog could possibly be having browser compatibility issues.
    Whenever I take a look at your blog in Safari, it looks fine however, if opening in Internet Explorer, it’s got some overlapping issues.
    I just wanted to provide you with a quick heads up! Aside from that, great site!

  5. After checking out a handful of the blog articles on your blog, I seriously appreciate your technique of blogging.
    I book-marked it to my bookmark site list and will be checking
    back soon. Please check out my website too and tell me what
    you think.

  6. My brother suggested I might like this web site.
    He was totally right. This post truly made my day.
    You cann’t imagine simply how much time I had spent for this
    information! Thanks!

  7. Thanks for every other informative website. The place else may I am
    getting that type of info written in such an ideal way?
    I’ve a mission that I am simply now working on, and
    I have been at the glance out for such information.

  8. Highly energetic blog, I liked that bit. Will there be a part 2?

Leave a Reply

Your email address will not be published.

x