ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সিরাজুল ইসলামের ফ্ল্যাট ক্রয়ের  প্রতারণার বায়নামার ১১ লক্ষ টাকা ফেরৎ না পাওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ফ্ল্যাট ক্রয়ের প্রতারণার  বায়নামার ১১ লক্ষ টাকা ফেরৎ না পাওয়ায় ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার পারকুন্ডা গ্রামের মৃত আলীমদ্দীনের পুত্র কাদিহাট বেগুনবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মোঃ সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর ১৫/১২/২০২০ইং তারিখে লিখিত অভিযোগ করেছেন  । অভিযোগ সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত আছির উদ্দীনের পুত্র মোঃ এস্তাইন ওরফে ইসরাইল, রাণীশংকৈল পৌরসভায় দুইটি ফ্ল্যাট বাসা ক্রয় করার নাম করে অভিনয় পন্থায় ৫ লক্ষ টাকার চেক সুপার সিরাজুল ইসলামের কাছ থেকে নেয়। কিন্তু দীর্ঘদিন অবস্থিত হলেও প্রতারক এস্তাইন ওরফে ইসরাইল, সুপার সিরাজুল ইসলাম কে ফ্ল্যাট ক্রয় করে দেয়নি। সুপার সিরাজুল ইসলাম নিজের ও শ^শুর বাড়ীর জমি বিক্রয় করে ৬ লক্ষ টাকা প্রতারক এস্তাইন ওরফে ইসরাইল কে দেয়। ১১ লক্ষ টাকা ফেরৎ না পেয়ে সুপার সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। সুপার সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ করার পরও এখনও পর্যন্ত প্রতারক এস্তাইন ওরফে ইসরাইল এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও প্রতারক এস্তাইন ওরফে ইসরাইল রাণীশংকৈল সোনালি ব্যাংক লিমিটেডের শাখা থেকে ঋণ করে দেয় বলে আমার নিকট হতে ফাঁকা ১২০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও চারটি ফাঁকা চেকে প্রতারনা করিয়া স্বাক্ষর করে নেয়। উক্ত রাণীশংকৈল সোনালি ব্যাংক লিমিটেড শাখায় ৮ লক্ষ টাকা ঋণ গ্রহণ করি। তাই ঋণের টাকা ও চেক এবং স্ট্যাম্প ফেরৎ না দেওয়ার অস্বীকার করে প্রতারক এস্তাইন ওরফে ইসরাইল। তাই তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ।

x