ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী অদিতি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিয়ে আজ ২ সেপ্টেম্বর। তার হবু স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান।

এদিকে জানা গেলো অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও বিয়ে করেছেন। তার স্বামীর নাম মাহবুব পারভেজ। পারিবারিকভাবেই এই বিয়ে হয়েছে অদিতির। এ বছরের ২১ জানুয়ারিতে বিয়ে হয়েছে তার।

নাজিয়া হাসান অদিতি জানালেন, তার বর্তমান স্বামী বিয়ের ব্যাপারে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। দুই পরিবারের সম্মতিতেই ছোট পরিসরে কাবিন সম্পন্ন হয়। কাবিন হয় ২০২১ সালের জানুয়ারিতে।

অদিতির স্বামী মাহবুব পারভেজ একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। তাদের ঘরে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে।

x