ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তারা ৪ বন্ধু মিলে ট্রেন যোগে ভৈরব মেঘনা ব্রীজঘাট এলাকায় ঘুরতে আসছিল। ব্রীজঘাট থেকে অটো রিক্সায় করে ষ্টেশনে ফেরার পথে কবরস্থানের সামনে পৌছলে ছিনতাইকারিরা তাদের অটো রিক্সাটি থামিয়ে তাদের সাথে থাকা ৩ টি মোবাইল ফোন এবং স্কুল ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ধারালা অস্ত্র দিয়ে মারতে আসে। উল্লেখিত শিক্ষার্থীরা ছিনতাইকারি চক্রের আরমান ও আলাউদ্দিন নামে দুজনকে সনাক্ত করে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ও ভৈরব শহর ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মোহাম্মদ ফেরদাউস আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ছিনতাইয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের দেখানো মতে সাদ্দাম মিয়া নামে একজনকে আটক করা হয়। ঘটনাস্থলটি রেলওয়ে থানাধিন না হওয়ায় আমরা আটককৃত সাদ্দামকে ভৈরব থানায় প্রেরণ করেছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন বলেন, অভিযোগ পেলে এ ঘটনার আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।