ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
  ঘুরতে এসে ছিনতাইকারির কবলে ৪ শিক্ষার্থী
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞে।জর ভৈরবে ঘুরতে এসে ছিনতাইকারির কবলে পড়েছে ৪ শিক্ষার্থী। তাদের বাড়ি নরসিংদী সদর থানাধিন সঙ্গিতা এলাকায়। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো নরসিংদীর সঙ্গিতা এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে মহেদী (১৭), মহসিন নিজামের ছেলে জয় নিজাম (১৭),দেলায়ার হোসেনের ছেলে পলাশ(১৫) ও জামান মিয়ার ছেলে সজল (১৭)। এরা সবাই নরসিংদী জেলার বিভিন্ন উচ্ছ বিদ্যালয়ের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর একটার সময় ভৈরব পৌর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই রেলওয়ে পুলিশ সাদ্দাম নামে একজনকে আটক করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তারা ৪ বন্ধু মিলে ট্রেন যোগে ভৈরব মেঘনা ব্রীজঘাট এলাকায় ঘুরতে আসছিল। ব্রীজঘাট থেকে অটো রিক্সায় করে ষ্টেশনে ফেরার পথে কবরস্থানের সামনে পৌছলে ছিনতাইকারিরা তাদের অটো রিক্সাটি থামিয়ে তাদের সাথে থাকা ৩ টি মোবাইল ফোন  এবং স্কুল ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীরা বাধা দিলে তাদের ধারালা অস্ত্র দিয়ে মারতে আসে। উল্লেখিত শিক্ষার্থীরা ছিনতাইকারি চক্রের আরমান ও আলাউদ্দিন নামে দুজনকে সনাক্ত করে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার ও ভৈরব শহর ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মোহাম্মদ ফেরদাউস আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ছিনতাইয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের দেখানো মতে সাদ্দাম মিয়া নামে একজনকে আটক করা হয়। ঘটনাস্থলটি রেলওয়ে থানাধিন না হওয়ায় আমরা আটককৃত সাদ্দামকে ভৈরব থানায় প্রেরণ করেছি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিন বলেন, অভিযোগ পেলে এ ঘটনার আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

x