ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
বাংলাদেশ থেকে এমিরেটসে দুবাই যাওয়া বন্ধ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশসহ পাঁচ দেশের যাত্রীরা তাদের শেষ গন্তব্যস্থল হিসেবে দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।  তবে ট্রানজিট যাত্রী হিসেবে দুবাই হয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে এই বাধা থাকবে না।

দুই ধরনের কোভিড সনদের বাধ্যবাধকতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমিরেটসের ওয়েবসাইটে প্রকাশিত বুধবারের নতুন ভ্রমণ বিধিতে বলা হয়েছে, বাংলাদেশসহ এই পাঁচ দেশ থেকে যাদের শেষ গন্তব্য দুবাই, তাদের অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে।

প্রথমত, যাত্রা শুরুর আগের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআরের মাধ্যমে তাদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

দ্বিতীয়ত, উড্ডয়নের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে তাদের র‍্যাপিড পিসিআর টেস্টের ফল নেগেটিভ আসতে হবে এবং কিউআর কোড সম্বলিত সেই কোভিড নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

কিন্তু বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া ও ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকায় এসব দেশ থেকে কোনো যাত্রী দুবাইয়ে যেতে পারবেন না বলে জানিয়েছে এমিরেটস।

এসব দেশ থেকে ট্রানজিট যাত্রীরা দুবাই হয়ে যেতে পারবেন, তবে তাদেরও সঙ্গে কোভিড নেগেটিভ সনদ রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

x