ইসলামিক স্টেট খোরাসানকে (আইএস-কে) দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে কাজ করতে পারে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মার্ক মিলি এমন ইঙ্গিত দেন। খবর আনাদোলুর।
সংবাদ সম্মেলনে মিলি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসানকে (আইএস-কে) দমনে তালেবানের সঙ্গে কাজ করার বিষয়টি যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না।
তালেবানের সঙ্গে সন্ত্রাসীদের দমনে যুক্তরাষ্ট্র কাজ করবে কিনা জানতে চাইলে মিলি বলেন, ‘এটি সম্ভব।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, আমি এ বিষয়ে কোনো অনুমান করতে চাই না। তবে আইএস-কে সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্র তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাবে।
তালেবান ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক এবং ঝুঁকিপূর্ণ আফগানদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করে। এর মধ্যে বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও ছিল। পরে এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট খোরাসান।
ওই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘আমরা ভুলে যাব না, ক্ষমা করব না।’
২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। দীর্ঘ ২০ বছর পর দেশটি থেকে ৩০ আগস্ট সেনা প্রত্যহার করে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই কাবুলে ফের পতাকা উড়ায় তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
cheap lasuna without prescription – brand himcolin buy cheap generic himcolin
buy generic besivance for sale – sildamax online sildamax cost
neurontin usa – order gabapentin 600mg without prescription azulfidine generic
probenecid medication – monograph 600mg without prescription buy tegretol 400mg online
colospa tablet – buy etoricoxib pills cilostazol buy online
buy celebrex pills – cheap urispas for sale buy generic indocin 75mg
buy diclofenac 50mg online – diclofenac tablet purchase aspirin online
rumalaya medication – cost rumalaya elavil buy online