ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
সশরীরে পরীক্ষা শুরু সাত কলেজে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
সশরীরে পরীক্ষা হচ্ছে সাত কলেজে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে সাত কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শুরু হয়।

গত ১৮ আগস্ট সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সভায় শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং পরে রুটিন প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স দ্বিতীয় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা নেয়া হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষায়ও সশরীরে শুরু করা হবে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার জানিয়েছেন, করোনার সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হচ্ছে। শুরুতে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হলেও পর্যায়ক্রমে সকল শিক্ষাবর্ষের পরীক্ষা সশরীরে স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

x