সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।
স্টেইন গান’-খ্যাত ডেল স্টেইন মঙ্গলবার এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়ে লেখেন- অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, পায়ে টেপ পেঁচানো, জেট ল্যাগ, আনন্দ, ভাতৃত্বের ২০ বছর। অনেক অনেক স্মৃতি। ধন্যবাদ দেওয়ার মতো অনেক বেশি মানুষ। আমি তাই আমার ব্যক্তিগত বিশেষজ্ঞ কাউন্টিং ক্রোসের ওপরে সব বলার ভার তুলে দিলাম।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২৬৫ ম্যাচে অংশ নিয়ে ৬৯৯ উইকেট শিকার করা স্টেইন আরও লেখেন- সবচেয়ে ভালোবাসি যে খেলাটা, সেটা থেকে আনুষ্ঠানিকভাবে আজ অবসর নিলাম। অম্লমধুর অভিজ্ঞতা, তবে কৃতজ্ঞ আমি।
এর আগে ২০১৯ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট থেকে অবসর নেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের মার্চে, সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন গত বছর ফেব্রুয়ারিতে।
I found the article you wrote very useful and your site is very nice, thank you