নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃংঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাশ ও নাশকতা, ইনোভেশন, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, জেলা পরিষদ সদস্য মন্মথ সাহা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, মৎস্য অফিসার রোজিনা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা রানু, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলিম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা,
প্রচার সম্পাদক
নাজমুল হক সনি, বিজিবি সদস্যসহ সভার সদস্য গন উপস্থিত ছিলেন।
Leave a Reply