ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
সখিপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা। 
মোঃ রুহুল আমিন // শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরভাগা সুপার স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ গ্রহণ করেছেন দুটি দল যার মধ্যে রয়েছেন সখিপুর চরভাগা  সিনিয়র টিম এবং জুনিয়র
টিম।  সিনিয়র টিম ম্যানেজার হলেন আক্তর মাদবর ও জুনিয়র টিম সাহ্ সুলতান।
সোমবার ২৯ আগস্ট বিকাল ৪ টায় চরভাগা বকাউল বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হন সিনিয়র টিম।  সিনিয়র টিম এর অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন মাইনউদ্দিন লস্কর। এবং জুনিয়র টিম অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন ইব্রাহিম।
ঐতিহ্যবাহী হাডুডু খেলায় ম্যান- অবদ্যা ম্যাচ পেয়েছেন দাহিন সরকার ও সেরা খেলোয়ার হয়েছেন সাদ্দাম খালাশী।
মোঃ উজ্জ্বল বকাউল ও সোহাগ দেওয়ান এর সঞ্চালনায়: চরভাগা সুপার স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার( চেয়ারম্যান চরভাগা ইউনিয়ন পরিষদ) বিশেষ অতিথি ছিলেন: এম এ কাইয়ুম পাইক (প্যানেল চেয়ারম্যান শরীয়তপুর জেলা পরিষদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দেলোয়ার হোসেন বেপারী ( সাবেক চেয়ারম্যান চরভাগা ইউনিয়ন পরিষদ) এবং  নিদর্শনায় ছিলেন সাজাহান শিকদার।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ও বিভিন্ন ইউনিয়নের  নেতৃবৃন্দ প্রমুখ।
এবং এই ঐতিহ্যবাহী হাডুডু খেলাটি প্রতি বছর অব্যহত থাকবে বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার, চেয়ারম্যান চরভাগা ইউনিয়ন পরিষদ।

Leave a Reply

Your email address will not be published.

x