ঢাকা, বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
সরিষাবাড়ীতে বন্যার পানিতে নিমজ্জিত সড়ক 
মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে উজানের পাহাড়ি ঢলে ও ভারী বর্ষণে ঝিনাই,সুবর্ণখালী ও যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায়  গাছবয়ড়া সেতুর দুই পাশের সড়ক পানিতে ডুবে গেছে।
স্থানীয় এলাকাবাসী ,পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া সেতুর দুই পাশের সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। গত সাত দিন ধরে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় ছয়টি গ্রামের ৫০ হাজার মানুষকে  যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজন মেটাতে কলার ভেলা ও নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে ভুক্তভোগীদের।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া,মানিকপটল,গাছ বয়ড়া,বিন্নাফৈর,বামুনজানি ও টাকুরিয়া মোট ছয়টি গ্রামের ৫০ হাজার মানুষের কষ্টের সীমা নেই।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামস উদ্দিন বলেন, বন্যায় গ্রামরক্ষা বেড়িবাঁধটি ভেঙে যাওয়ায় রাস্তার কোন চিহ্ন নেই ।উচু করে সড়ক তৈরি করা হলেই সেতু দিয়ে  যাতায়াতে মানুষের ভোগান্তি কমবে।

One response to “সরিষাবাড়ীতে বন্যার পানিতে নিমজ্জিত সড়ক ”

Leave a Reply

Your email address will not be published.

x