হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির তাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ এক আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সভা বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃৃষক লীগের সাধারন সম্পাদক ও বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, মোঃ জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল কাদির, গীতা পাঠ করেন সুভাস চন্দ্র গোপ।
বক্তব্য রাখেন সাবেক আওয়ামীলীগ নেতা এডভোকেট আলী নোয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন আহমেদ বিজয়, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ভেলু মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, কৃষক লীগের সভাপতি শাহীনুর রহমান প্রমুখ।
Hello, Neat post There’s an issue together with your site in internet explorer, would check this·IE still is the marketplace chief and a large element of other folks will leave out your magnificent writing due to this problem
buy lasuna for sale – cheap himcolin without prescription cheap himcolin generic
besivance online – cheap sildamax generic purchase sildamax generic
neurontin 600mg over the counter – gabapentin 100mg over the counter purchase azulfidine online
purchase probenecid online – probenecid pills buy carbamazepine without prescription
purchase celebrex for sale – flavoxate oral order indomethacin generic
colospa 135mg cheap – mebeverine online cilostazol without prescription
order cambia generic – purchase voltaren without prescription cost aspirin 75mg
cheap rumalaya pills – buy elavil generic buy amitriptyline without prescription
pyridostigmine 60 mg oral – order imitrex 50mg online buy cheap azathioprine