ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
রোজা রাখলে করোনা ঝুঁকি বাড়ে না: ডব্লিউএইচও
Reporter Name

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা বলেছেন, রোজা রাখলে করোনার ঝুঁকি বাড়ে না। এর মাধ্যমে কেউ করোনার বিস্তার ঘটায় না। সুস্থ মানুষের জন্য রোজা রাখা নিরাপদ। আসন্ন রমজান মাস উপলক্ষে সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় এ তথ্য জানায় সংস্থাটি।

ডব্লিউএইচওর নির্দেশিকায় বলা হয়েছে, ‘রোজা রাখলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে, এমন কোনো প্রমাণ নেই। এ ছাড়া করোনার টিকা নেওয়ার পর দীর্ঘমেয়াদে আপনার দেহে উপসর্গ থাকলে, ধর্মমতে আপনি রোজা ভেঙে ফেলতেও পারবেন।’ রোজার সময় করোনার টিকা নেওয়ারও সুপারিশ করেছে সংস্থাটি। এর পেছনে যুক্তি দিয়ে সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল জানায়, করোনার টিকা ‘ইন্ট্রামাসকুলার ইনজেকশন’ এবং মুসলিম ধর্মীয় পণ্ডিতরা করোনার টিকাকে ‘পুষ্টি পরিপূরক’ হিসেবে বিবেচনা করেন না। এ কারণে শরিয়াহ অনুযায়ী রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে।

ডব্লিউএইচও জানিয়েছে, করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি শূন্য বলে কোনো কিছু নেই। যারা টিকা নেওয়ার যোগ্য, রমজানেও তাদের টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহী হওয়া উচিত। এতে তারা ও কমিউনিটির মানুষ মহামারি থেকে নিরাপদ থাকবে। খবর এএফপির।

x