ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম হাসান আবু আল-নেইল (১২)। গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয় ওই শিশু। তারপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল শিশুটি।
জানা গেছে, গত সপ্তাহে গাজা-ইসরায়েলি সীমান্তে বিক্ষোভে অংশ নিয়েছিল সে। বিক্ষোভে তার মাথায় গুলি লেগেছিল। আঘাতের কারণে শনিবার (২৮ আগস্ট) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য কর্মকর্তারা।
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিল শিশুটি। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪১ ফিলিস্তিনি আহত হয়।
এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, কিছু বিক্ষোভকারী সীমান্তের প্রাচীর ভেদ করার চেষ্টা করছিল এবং তারা সেনাদের দিকে বিস্ফোরক ছুড়ছিল। সূত্র : আল-জাজিরা
Leave a Reply