ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোঃ রাশিদুল ইসলাম মাগুরাঃ

‘বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালনের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শনিবার (২৮ আগষ্ট,২০২১) বেলা ১২ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দৈনিক আজকের জনবানী পত্রিকায় শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম, একুশে সংবাদের প্রতিনিধি মোঃ জুয়েল রানা,বার্তাবাজার প্রতিনিধি তাসিন জামান,আজকের পত্রিকার প্রতিনিধি মহসিন মোল্যা,লেলিন জাফর,সাইফুল্লাহ, বিকাশ বাছাড়,জিল্লুর রহমান সাগর,আবু হাসান লিটন,আইয়ুব হোসেন, জিয়াউর রহমান ও আবু হাসান লিটন।

উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক জানান, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাইকিং ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা,সাংবাদিকদের সাথে মতবিনিময়, জলাশয়ে মাছ অবমুক্তকরণ,মৎস্য সম্পদের অগ্রগতি নিয়ে প্রাম্যন্যচিত্র আলোচনা প্রদশন,চাষীদের সাথে মতবিনিময়, পরামর্শ প্রদান,মাটি ও পানি পরিক্ষা, প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x