ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
লকডাউনের প্রথম দিনেই যানজটে নাকাল রূপগঞ্জবাসী/ রূপগঞ্জে লকডাউনেও দীর্ঘ যানজট/ ঢাকা-সিলেট মহাসড়ক এশিয়ান হাইওয়ে সড়কে লকডাউনেও দীর্ঘ যানজট

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিক থেকে শুরু হওয়া যানজট রোববার (২৯ আগস্ট) ভোররাত থেকে তীব্র আকার ধারণ করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকি আরটিভি নিউজকে জানিয়েছেন, অসংখ্য খানাখন্দ, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও চারলেন নির্মাণ কাজ চলায় রাতে নিয়মিত ভাবেই হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের হানিফ হাইওয়ে হোটেল এলাকায় দুটি পণ্যবাহী ট্রাক ও নলকা সেতু এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে যানচলাচল বিঘ্নিত হয়। বিকল যানবাহনগুলো সরিয়ে নিতে বিলম্ব হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়।

রাতে মহাসড়কে যানবাহনে চাপ বাড়ার সাথে সাথে রোববার (২৯ আগস্ট) ভোররাত থেকে যানজট তীব্র আকার ধারণ করে হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানিয়েছেন, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published.

x