গাইবান্ধা: পলাশবাড়ীতে করোনা ঢেউয়ের দ্বিতীয় দফায় দু’দিনের লকডাউনের প্রথমদিন ৪ মামলায় ১৭’শ টাকা জরিমানা পলাশবাড়ী দেশজুড়ে মহামারি করোনা ঢেউয়ের দ্বিতীয় দফায় দু’দিনের লকডাউনের প্রথমদিন সোমবার অভিযানে ৪ মামলায় ১৭’শ টাকা জরিমানা করা হয়েছে।
জনসচেতনা বৃদ্ধিসহ সরকারি স্বাস্থবিধি নির্দেশনা সমূহ জনস্বার্থে যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহর ছাড়াও উপজেলার অন্যান্য স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এদিন দিনভর পৌরশহর ছাড়াও উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা, মুখে মাস্ক না পড়া এবং স্বাস্থবিধি অনুসরন না করায় ভ্রাম্যমান আদালত অভিযান কালে পৃথক ৪ মামলায় ১ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে থানার এসআই মাহাবুব রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স এসময় অভিযানে সহায়তা করেন।