‘বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১” উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরে আয়োজনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) সকাল ১১টায় বিরামপুর উপজেলা মৎস্য কার্যালয়ে মৎস্য কর্মকর্ত কাওসার হোসেনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মশিহুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, যুগ্ম-সাধারণ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ডাঃ নুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল কদ্দুস, মাইটিভি প্রতিনিধি কামরুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান মিজান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ও স্থানীয় মৎস্য চাষীবৃন্দ প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরাধিন রাজস্ব অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে। উপজেলা জোতবানী গ্রামে কামরুন্নাহার কনীকা নামে একজন নারী উদ্যক্তা আছেন। তিনি কই, মাগুর ও শিং মাছ চাষ করে সফলা অর্জন করেছেন।
তিনি আরো জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামীকাল রবিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় দেশীয় প্রজাতির মৎস্য চাষি ফয়েজ মাহমুদ চৌধুরী মুরাদ, শাহিনুর ইসলাম শাহিন, এ এস এম তারেকুজ্জামান নামে তিন জন সফল মৎস্য চাষিকে সন্মননা প্রদান করা হবে। সেই সঙ্গে বিরামপুর পৌর শহরের শান্তিনগর সমবায় সমিতির পুকুরে সাত প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এই মৎস্য সপ্তাহ (আগামী ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে।
Leave a Reply