ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নুরুল ইসলাম খান

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার দুপুরে আটঘরিয়া উপজেলা মৎস্য দপ্তর কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম সাংবাদিকদের মৎস্য সপ্তাহ উদযাপন সম্পর্কে বক্তব্য রাখেন।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, রিপোর্টাস ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ শাফিউল্লাহ শফি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মোনায়েম হোসেন, মিনারুল ইসলাম, আফ্রিদি মিঠন প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, টেকসই ও নিরাপদ সম্পদ উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি, জলজ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বিষয়ে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তিনি আরও বলেন ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ ইং পর্যন্ত ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন পালিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published.

x